ডেস্ক রিপোর্ট
কেউ করোনাভাইরাসে একবার আক্রান্ত হলে ভবিষ্যতে আক্রান্ত হওয়ার শঙ্কা থেকে সুরক্ষা পাওয়া যায় বলে দুটি নতুন গবেষণায় উঠে এসেছে। যাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে, তারা অন্তত ৬ মাস পর্যন্ত দ্বিতীয়বার সংক্রমণ থেকে নিরাপদ থাকতে পারেন।
গবেষণায় দেখা গেছে, একবার কোভিড পজিটিভ হওয়ার পর যাদের শরীরে অ্যান্টিবডি কৈরি হয়েছে, তারা অন্তত ৬মাস বা তার বেশি সময় পর্যন্ত দ্বিতীয়বার সংক্রমণ থেকে থেকে নিরাপদ থাকতে পারেন।
গবেষণার এসব তথ্যগুলো ভ্যাকসিনের জন্য ভালেঅ সংবাদ। কারণ এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে অ্যান্টিবডি তৈরি করে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের পরিচালক ডা. নেড শার্পলেস বলেন, গবেষকরা দেখেছেন করোনাভাইরাস সংক্রমিত হওয়ার পর প্রাকৃতিকভাবেই যাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে, তারা করোনাভাইরাস কম ঝুঁকিতে থাকেন। আর এটা ভ্যাকসিনের জন্য এই কারণে ভালো যে, ভ্যাকসিনের কাজটাও ঠিক এমনই হবে।”
“একজনের পুনরায় সংক্রমিত হওয়ার ঘটনা খুবই কম,” বলেন তিনি।
ক্যান্সার ইনস্টিটিউটের পরিচালক ডা. নেড সার্পলেস জানান, ইনস্টিটিউটের গবেষণাটির সাথে ক্যান্সারের কোনো সম্পর্ক ছিল না। ক্যান্সার নিয়ে গবেষণা করা অনেক গবেষণা মহামারিজনিত কারণে করোনাভাইরাস নিয়ে কাজ করতে চলে এসেছেন। দুটি গবেষণাতেই দুধরনের পরীক্ষা চালানো হয়েছিল। একটি করোনাভা্ইরাস সংক্রমণের কয়েকস মাস পর অ্যান্টিবডি পরীক্ষা এবং সম্প্রতি আবার করোনাভাইরাস আক্রান্ত কি না তার শনাক্তের একটি পরীক্ষা।
দুটি গবেষণার একটি গত বুধবার ইউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত হয় এবং এতে ১২ হাজার ৫০০ জন স্বাস্থ্যকর্মী জড়িত ছিলেন। কয়েক মাস আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন এমন ১ হাজার ২৬৫ জনের পরীক্ষা করে প্রায় সবার শরীরে করোনার এন্টিবডি পাওয়া গেছে এবং শুধু দুজনের শরীরে করোনাভাইরাস উপস্থিতি পাওয়া গেছে। যদিও তাদের মধ্যে কোনো উপসর্গই পাওয়া যায়নি।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও প্রায় সাত লাখ মানুষের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া এই সময়ের মধ্যে আরও প্রায় ১৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে।
#ডিটি






















