নিজস্ব প্রতিবেদক
জয়পুরহাটে শুরু হয়েছে করোনা শনাক্তে অ্যান্টিজেন পরীক্ষা। এতে ৩০ মিনিটেই পাওয়া যাবে এর ফলাফল। সারা দেশে ১০ জেলা হাসপাতালের মতো শনিবার (০৫ ডিসেম্বর) সকাল থেকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালেও নমুনা সংগ্রহ ও পরীক্ষার কাজ শুরু হয়েছে।
এ পরীক্ষার জন্য খরচ হবে মাত্র ১০০ টাকা। পরীক্ষাটির জন্য প্রাথমিকভাবে ৫০০ কিট দেওয়া হয়েছে জয়পুরহাট হাসপাতালে।
হাসপাতালটির আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. সাইফুল ইসলাম বলেন, প্রথম দিন বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৯ জনকে পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ৯ জনেরই ফলাফল নেগেটিভ এসেছে।






















