ডেস্ক রিপোর্ট।।
সম্প্রতি সিঙ্গাপুরের আল-মাওয়াদ্দাহ মসজিদের বাইরে মুসল্লিদের জুতা সারি সারি সাজিয়ে রাখতে দেখা যায় ‘আঙ্কেল স্টিভেন’ নামের এক অমুসলিমকে। তাকে এমন কাজ করতে দেখে ওই ঘটনা ফেসবুকে তুলে ধরেছেন ইরফান মুস্তাফা নামের এক মুসল্লি।
মুস্তাফা বলেছেন, আমি তাকে প্রতি সপ্তাহে মসজিদের বাইরে একই কাজ করতে দেখি। তিনি তার ফেসবুক পোস্টে লিখেন, মুসল্লিরা মসজিদে এসে যখন প্রচণ্ড সূর্যের তাপে বাইরে অবস্থান করতে পারে না। মসজিদের ভেতরে এসিতে নামাজ আদায় করে তখন আঙ্কেল স্টিভেন প্রচণ্ড গরমের মধ্যেই মুসল্লিদের জুতা সারি সারি করে সাজিয়ে রাখতে ব্যস্ত সময় পার করেন।
যখন আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনি কেন এমন করেন। তিনি হেসে জবাব দেন, দেখতে পরিস্কার লাগে। তিনি বলেন, আমি প্রতি শুক্রবার এখানে আসার চেষ্টা করি এবং আমি পাশেই বাস করি।
মুস্তাফা বলেন, তিনি আঙ্কেল স্টিভেনের এমন কাজ তাকে স্পর্শ ও অনুপ্রাণিত করেছে। তিনি লিখেন, আঙ্কেল স্টিভেনের কাজ দেখে আমি তার প্রশংসা না করে পারছি না।
তিনি আরও লিখেন, বৈচিত্র্য কোনও সীমানা মানে না এবং আঙ্কেল স্টিভেন তারই প্রমাণ।
মুস্তাফা বলেন, ছোট কাজও গুরুত্ব রাখে এবং আমি নিশ্চিত আমরা কোনও কিছুর মর্ম উপলব্ধি করতে পারি এবং আঙ্কেল স্টিভেনকে আমরা অনুকরণ করতে পারি।
সূত্রঃ আরটিভি