আইন ও আদালত ৫ অক্টোবর, ২০২৩ ১০:১২

ড. ইউনূস দুদকে যাচ্ছেন আজ

আমাদের কাগজ ডেস্ক : অর্থ কারসাজির অভিযোগে আজ(বুধবার) সেগুনবাগিচার দুদক কার্যালয় যাবেন ড. ইউনূস। এর আগে তিনি ও গ্রামীণ প্রতিষ্ঠাতার সাথে সংযুক্ত ১৩ জনের বিরুদ্ধে গ্রাহকের টাকা আত্মসাৎতের অভিযোগ আনা হয়। এরই পরি-প্রেক্ষিতে আজ দুর্নীতি দমন কমিশন দুদক প্রধান কার্যালয়ের তলবে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হবে ড. ইউনূসকে।

এর আগে (বুধবার) এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেন তিনি নিজেই।  

এরও আগে গত (২৭ সেপ্টেম্বর) এক চিঠিতে এই অর্থ কেলেঙ্কারি মামলায় হাজির হতে বলা হয়। আর এতে দুদকের উপ-পরিচালক মো: গুলশান আনোয়ারের স্বাক্ষরিত এই চিঠি প্রেরণ করা হয়।  

তলব চিঠিতে বলা হয়,গ্রাহকের ২৫. ২২ কোটি টাকা মানিলন্ডারিং মামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আপনার বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা একান্ত প্রয়োজন। এছাড়া এই মামলায় গ্রামীণ টেলিকম কম্পানির পরিচালনা পথ-প্রদর্শকের ১৩ জন আসামী করা হয়।  

চলত বছর ৩০ মে গ্রামীণ টেলিকম কম্পানির শ্রমিকদের কল্যাণ তহবিলের এই বিপুল পরিমান অর্থ আত্মসাৎ মামলায় নোবেল বিজয়ী ড. ইউনূস ১৩ জনের বিরুদ্ধে মামলা করে দুদক 

আমাদেরকাগজ/(এমটি)