ডেস্ক রিপোর্ট।।
আয়েশা সিদ্দিকা মিন্নির জামিনের রায়কে কেন্দ্র করে আদালত কক্ষে তিল ধারণের জায়গা ছিল না। আইনজীবী, সাংবাদিকের উপস্থিতিতে আদালত পরিপূর্ণ ছিল।
বৃহস্পতিবার মিন্নির পক্ষে এজলাস কক্ষে উপস্থিত ছিলেন শতাধিক আইনজীবী।
রায় ঘোষণার শুরুতেই আদালতের ডায়াসের সামনে এগিয়ে যান মিন্নির জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জেড আই খান পান্না। এছাড়া সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী, ব্যারিস্টার অনিক আর হক, জেসমিন সুলতানা, আইনুন্নাহার সিদ্দিকা লিপি, মাক্কিয়া ফাতেমা ইসলাম, জামিউল হক ফয়সাল তো ছিলেনই। তাদের সঙ্গে যোগ দেন একদল তরুণ আইনজীবী মাহরিন মাসুদ ভূইয়া, আয়েশা আক্তার, রোহানী সিদ্দিকা, রোহানী ফারুক খান, দেবাজিৎ দেবনাথ, মশিউর রহমান রিয়াদ, মানিবেন্দ্র রায় মন্ডল, নাজমুস সাকিব, ইয়াসমিন ইতিসহ শতাধিক অ্যাডভোকেট।
তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কোন সম্মানী ছাড়াই কেবল বিবেকের তাড়নায় তারা মিন্নির পক্ষে অবস্থান নিয়েছেন।
এর আগে গত দুই দিনে মিন্নির জামিনের পক্ষে শুনানি করেন ফৌজদারি আইন বিশেষজ্ঞ বিচারপতি (অবসরপ্রাপ্ত) মনসুরুল হক চৌধুরী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন।
মিন্নির জামিন হওয়ার পর তার প্রধান আইনজীবী অ্যাডভোকেট জেড আই খান পান্না বলেন, ‘মিন্নির জামিনের এই রায় মাইলফলক হয়ে থাকবে।’






















