শিক্ষা ১৯ আগস্ট, ২০১৯ ০৯:১৫

চাঁদপুরে হচ্ছে নতুন একটি বিশ্ববিদ্যালয় 

ডেস্ক রিপোর্ট ।। 

চাঁদপুরে নতুন একটি বিশ্ববিদ্যালয় হচ্ছে। এজন্য মন্ত্রিসভার বৈঠকে ‘চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৯’ এর নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।

আজ সোমবার (১৯ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে দুপুর আড়াইটায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

এছাড়া মন্ত্রিসভার বৈঠকে ‘মোংলা বন্দর কর্তৃপক্ষ আইন, ২০১৯’ এর খসড়ার অনুমোদন দেয়া হয় বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।