শিক্ষা ডেস্ক।।
মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ আবরার ফাহাদ স্মরণে সপ্তম শ্রেণির বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করেছে। ইংরেজি প্রশ্নপত্রে আবরারকে নিয়ে একটি প্যাসেজ লিখতে দেওয়া হয়।
সেখানে উল্লেখ করা হয়, আবরার ফাহাদ ১৯৯৯ সালে কুষ্টিয়ার রায়ডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম বরকতুল্লাহ এবং মাতা রোকেয়া খাতুন। তার ছোট ভাই আবরার ফাইয়াজ। তিনি বাবা মায়ের প্রতি কর্তব্যপরায়ণ ছিলেন। ছাত্র হিসেবেও ছিলেন খুব মেধাবী এবং বুদ্ধিমান। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় তিনি জিপিএ-৫ পেয়েছেন।
এতে আরও উল্লেখ করা হয়, আবরার তার স্বপ্ন পূরণের জন্য বুয়েটে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়টির শেরেবাংলা হলে থাকতেন তিনি। শৈশব থেকেই আবরার নম্র-ভদ্র ও ধর্মীয় জীবনযাপন করতেন। ২০১৯ সালের ৭ অক্টোবর তিনি হত্যাকাণ্ডের শিকার হন।
৬ অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদ নির্মম নির্যাতনে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ২৬ শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করে বুয়েট কর্তৃপক্ষ।