শিক্ষা ১৯ অক্টোবর, ২০১৯ ১১:৫৩

বাংলাদেশের মাথাপিছু আয় ভারতকেও ছাড়িয়ে যাবে : তথ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশের মাথাপিছু আয় এখন পাকিস্তানকে ছাড়িয়ে গেছে এবং কয়েক বছর পর ভারতকেও ছাড়িয়ে যাবে, এমনটাই জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

শনিবার (১৯ অক্টোবর) চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ইন্টেন্সিফিকেশন অব লাইভস্টক অ্যান্ড ফিশারিজ ফর অ্যাচিভিং ফুড সেইফটি অ্যান্ড নিউট্রিশনাল সিকিউরিটি: চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচ্যুনিটি শীর্ষক দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

দেশের চাহিদা মিটিয়ে বাংলাদেশ আজ বিদেশে খাদ্য রপ্তানি করছে বলে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, উন্নয়নের অনেক সূচকে বাংলাদেশ ইতোমধ্যে পাকিস্তানকে এবং কিছু কিছু সূচকে ভারতকেও অতিক্রম করেছে। আমাদের মাথাপিছু আয় পাকিস্তানকে ছাড়িয়ে গেছে। কয়েক বছরের মধ্যে ভারতকেও ছাড়িয়ে যাবে।

তিনি বলেন, স্বপ্ন ছাড়া কোনো দেশ বেশিদূর এগুতে পারে না। ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ এবং দিনবদলের সনদ ঘোষণার মাধ্যমে উন্নত বাংলাদেশ গঠনের যে স্বপ্ন দেখিয়েছেন তা আজ বাস্তবে পরিণত হতে যাচ্ছে। ইতোমধ্যে আমরা উন্নয়নশীল দেশের কাতারে চলে এসেছি।