ডেস্ক রিপোর্ট।।
রাজন কুমার সাহাকে সভাপতি ও মুশফিকুর রহমান তুষারকে সাধারণ সম্পাদক করে ৩৬তম বিসিএস (পুলিশ) সার্ভিস অ্যাসোসিয়েশনের ৪০ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
সম্প্রতি রাজধানীর ঢাকা অফিসার্স ক্লাবে আয়োজিত এক সভায় এই কমিটি গঠিত হয়। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সভাপতি রাজন কুমার সাহা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) থেকে তথ্যপ্রযুক্তি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তার বাড়ি রাজবাড়ী জেলায়। তিনি বর্তমানে নোয়াখালীতে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মরত রয়েছেন।
এবিষয়ে সভাপতি রাজন কুমার সাহা জানিয়েছেন, ‘সব সদস্যের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়েছে। সভায় সদস্যদের ঐক্য, পারস্পারিক সহিযোগিতা ও দায়িত্বশীলতার ভিত্তিতে দেশের সার্বিক নিরাপত্তা বজায় রাখতে সবসময় সজাগ থাকার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।’
সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান তুষার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেন। তার বাড়ি বরিশাল জেলা। বর্তমানে তিনি শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে সিরাজগঞ্জ জেলায় কর্মরত রয়েছেন।






















