শিক্ষা ১৫ অক্টোবর, ২০১৯ ১১:২১

বুয়েটে আন্দোলন স্থগিতের ঘোষণা

ডেস্ক রিপোর্ট ।। 

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়টিতে চলমান মাঠ পর্যায়ের আন্দোলন স্থগিত ঘোষণা করেছেন আন্দোলনকারীরা।

তবে হত্যাকাণ্ডে জড়িতদের স্থায়ী বহিষ্কার না করা পর্যন্ত একাডেমিক কার্যক্রমে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে বুয়েট শহীদ মিনারে সাংবাদিকদের এসব কথা বলেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

গত ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলে শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করেন ছাত্রলীগের একদল নেতাকর্মী। এ ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে বুয়েট ক্যাম্পাস। হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তিসহ ১০ দফা দাবিতে লাগাতার আন্দোলন শুরু করেন বুয়েটের শিক্ষার্থীরা।

এক পর্যায়ে বুয়েট প্রশাসন শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে ক্যাম্পাসে সব ধরনের সাংগঠনিক রাজনীতি নিষিদ্ধ করে।