আমিনুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক ।।
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাংলাদেশ শিক্ষক সমিতির ত্রির্বাষিক নির্বাচনে ডিএম একাডেমীর প্রধান শিক্ষক কে.এম আনিছুর রহমান সভাপতি এবং ছিলাখানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ইসলাম সরকার সম্পাদক র্নিবাচিত হয়েছেন।
গতকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা র্পযন্ত নাগেশ্বরী কামিল মাদ্রাসায় ভোটগ্রহন করা হয়। এতে উপজেলার বেসকারী মাধ্যমিক বিদ্যালয়ের ৯৯৫ জন শিক্ষক ভোটদান করে। এ ছাড়াও সুখাতী বহুমুখী উচ্চ বিদ্যা নিকেতনের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম সাংগাঠনিক সম্পাদক, বেরুবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজির হোসেন দপ্তর স¤াদক ও গাগলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খায়রুল আলম সদস্য নির্বাচিত হন।রির্টানিং অফিসারের দায়িত্ব পালস করেন শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যক্ষ এস.এম শাহ আলম ।