শিক্ষা ৯ অক্টোবর, ২০১৯ ১০:০৯

আবরার হত্যাকাণ্ডকে ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা

ডেস্ক রিপোর্ট ।।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করার ঘটনাকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য 'বুয়েটিয়ান' নামক একটি ফেসবুক পেইজ থেকে প্রোপাগাণ্ডা ছড়ানো হচ্ছে বলে দাবি করেছেন আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (৯ অক্টোবর) দুপুরে বুয়েট শহীদ মিনার প্রাঙ্গণে শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে বিক্ষোভ ও মৌন মিছিল শেষে সাধারণ ছাত্রদের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এ সময় শিক্ষার্থীরা জানান, 'বুয়েটিয়ান' নামক যে ফেসবুক পেইজ থেকে বিভিন্ন ধরণের তথ্য ছড়ানো হচ্ছে তা অনেকাংশেই সত্য নয়। ফলে এই পেইজ থেকে পাওয়া কোনো তথ্য বিশ্বাস না করার জন্য তারা জনসাধারণের প্রতি আহ্বান জানান। এছাড়াও বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের যে কোনো দাবি এবং পরবর্তী কর্মসূচী সম্পর্কে আন্দোলনরত শিক্ষার্থীরাই গণমাধ্যমকে অবগত করবেন। আন্দোলনের কোনো খবর কোনো প্রকার ফেসবুক পেইজের মাধ্যমে তারা প্রচার করবেন না।

শিক্ষার্থীরা আরও বলেন, কোনো ঘোষণা প্রচারের জন্য তারা কোনো ফেসবুক পেইজের ব্যবহার করবেন না। এছাড়াও আন্দোলনকে কেন্দ্র করে কোন ফেসবুক গ্রুপ বা পেইজ খোলা হয়নি আন্দোলনকারীদের পক্ষ থেকে।

অপরদিকে আন্দোলনের পরবর্তী কর্মসূচীর বিষয়ে তারা জানান, সন্ধ্যা ৭টায় আন্দোলনকারীদের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মোমবাতি প্রজ্জ্বলন ও মৌন মিছিল করা হবে।

উল্লেখ্য, বুয়েট ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় ১৯ জনকে আসামি করে সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যার পর চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন নিহত আবরারের বাবা বরকত উল্লাহ্। এ ঘটনায় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ।