শিক্ষা ৯ অক্টোবর, ২০২৩ ০৫:২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪টি পরীক্ষা স্থগিত

আমাদের কাগজ ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪ পরীক্ষা স্থগিত করা হয়েছে কর্তৃপক্ষে নির্দেশনায়। এসময় (সোমবার)একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা জানানো হয়। 

তে বলা হয় অনিবার্য কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চারটি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

২০২১ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের আগামী ১০ অক্টোবর, ১১ অক্টোবর এবং ১২ অক্টোবরের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো।

‘স্থগিত পরীক্ষাগুলো যথাক্রমে আগামী ১৫ নভেম্বর, ১৯ নভেম্বর ও ২১ নভেম্বর সময়ে অনুষ্ঠিত হবে।

এ ছাড়া পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।’

অন্যদিকে ২০২০ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ১১ অক্টোবরের গণিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষাটি আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তির শর্তাবলী অপরিবর্তিত থাকবে।

আমাদেরকাগজ/(এমটি)