ঢাবি প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের ওপর থেকে পড়ে আধুনিক ভাষা বিজ্ঞান-এর চতুর্থ বর্যের শিক্ষার্থী ফিরোজ কাজী (২২) নামের এক শিক্ষার্থী মৃত্যু হয়েছে। তিনি ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ছিলেন।
বুধবার (২০ সেপ্টেম্বর) রাত রাত সোয়া ১টায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
ফিরোজ কাজীকে হাসপাতালে নিয়ে আসা বিজয় একাত্তর হলের শিক্ষার্থী মুহিব বলেন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে থাকতেন। মঙ্গলবার রাতে আমরা হঠাৎ একটি শব্দ শুনতে পাই। গিয়ে দেখি ফিরোজ কাজী নিচে পড়ে আছেন। পরে আমরা তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলায়।
তিনি বলেন, ফিরোজ বিজয় ৭১ হল থেকে লাফিয়ে পড়েছেন নাকি অসাবধানতাবশত পড়ে গেছেন, সে বিষয়টি বলতে পারছি না। তার শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন নেই। তিনি বিজয় ৭১ হলে কার কাছে এসেছিলেন, সে বিষয়টিও জানা নেই।
সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আমাদেরকাগজ/এইচএম






















