শিক্ষা ১৩ আগস্ট, ২০২৩ ০২:৩৭

‘১৬ বছরে ১০ বার মেডিকেলের প্রশ্ন ফাঁস’

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

তুষার আহম্মেদঃ মেডিকেলে পড়া কারো স্বপ্ন বা কারো অভিরুচি। বাংলাদেশের শিক্ষাব্যবস্থা নিয়ে এ নিয়ে অনেক বার অঙ্গুল উঠেছে। যাতে দেখা যায়, কতিপয় কিছু অসাধু সংশ্লিষ্টের যোগ সূত্র থাকে। এতে করে প্রশ্নপত্র ফাঁস ও একাধিক বার পুনরায় ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র বদলের নজিরে এসেছে। 

এবার আবারও মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁস করা একটি চক্রের সন্ধান পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। চক্রটি গত ১৬ বছরে অন্তত ১০ বার মেডিকে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেছে। আজ রোববার সিআইডির প্রধান মোহাম্মদ আলী মিয়া এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন। 

তিনি জানান, গত ৩০ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত ঢাকা, টাঙ্গাইল, কিশোরগঞ্জ ও বরিশালে অভিযান চালিয়ে প্রশ্নপত্র ফাঁস চক্রের ১২ সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডির সাইবার টিম।

গ্রেপ্তাররা হলেন- ডা. ময়েজ উদ্দিন আহমেদ প্রধান, ডা. সোহেলী জামান, ডা. আবু রায়হান, ডা. জেড এম সালেহীন শোভন, ডা. জোবাইদুর রহমান জনি, ডা. জিল্লুর হাসান রনি, ডা. ইমরুল কায়েস হিমেল, জহিরুল ইসলাম ভূঁইয়া মুক্তার, রওশন আলী হিমু, আক্তারুজ্জামান তুষার, জহির উদ্দিন আহমেদ বাপ্পী ও আবদুল কুদ্দুস সরকার।

সিআইডির প্রধান মোহাম্মদ আলী বলেন, ২০২০ সালের একটি মামলার তদন্ত করতে গিয়ে প্রশ্নফাঁস চক্রটির অন্তত ৮০ জন সক্রিয় সদস্যের তথ্য পাওয়া যায়। তারা ২০০১ থেকে ২০১৭ সালের মধ্যে ১৬ বছরে অন্তত ১০ বার প্রশ্নফাঁস করেছেন। গ্রেপ্তার ১২ জনের ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে।

আমাদেরকাগজ/এমটি