শিক্ষা ৩০ মে, ২০২৩ ০৪:২৮

রাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ২

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ সেশনের প্রক্সি দেওয়ার সময় দুজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।এসময় স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলছিল বলে জানা গেছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে সন্দেহজনকভাবে দুজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তারা দোষ স্বীকার করেছেন।

আটককৃত ব্যক্তিরা হলেন, নওগাঁ জেলার বদলগাছি থানার চকগোপিনাথ গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে মো. স্বপন হোসাইন। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র। তিনি কৃষি অনুষদ ভবনের পরীক্ষার্থী তানভীর আহমেদের হয়ে পরীক্ষায় অংশ নেন। অন্যজন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার আব্দালপুর গ্রামের কাওসার হোসেনের ছেলে মো. হোসাইন। তিনি বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের পরীক্ষার্থী জাহিদ হাসান সিয়ামের হয়ে প্রক্সি দিতে আসেন।

অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে জানান, সন্দেহজনকভাবে দুজনকে আটক করেছি। তারা দোষ স্বীকার করেছে বলে শুনেছি। 

আমাদের কাগজ/এমটি