ডেস্ক রিপোর্ট।।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। শিক্ষা ছুটি শেষ হলেও নির্দিষ্ট সময়ে কাজে যোগ না দিয়ে দেশের বাইরে অবস্থান করায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে। গতকাল ২৯ সেপ্টেম্বর, রবিবার রাতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়াও সভায় সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটের এক কর্মচারীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্তও নেয়া হয়েছে।
চাকরিচ্যুত দুই শিক্ষক হলেন, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক নাফিস জামান শুভ এবং ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মাকোলজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আহসানুল আকবর। শিক্ষা ছুটি নিয়ে দেশের বাইরে পিএইচডি করতে গিয়েছিলেন তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও অণুজীব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, ‘সিন্ডিকেট সভায় সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটের উচ্চমান সহকারী কাম মুদ্রাক্ষরিক খায়রুল বাশারকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।’
অর্থঘটিত বিষয়ে নৈতিক স্খলনের ঘটনায় তার বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।
সিন্ডিকেট সভায় মুজিববর্ষকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রিসার্চ ইন্সটিটিউট চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। সে লক্ষ্যে প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদের নেতৃত্বে একটি কমিটি গঠনও করা হয় সভায়।






















