আমাদের কাগজ ডেস্কঃ সংঘর্ষে জড়াতে পারে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সিটি কলেজের শিক্ষার্থীরাও এর আগে যোগ দেন।
আজ বুধবার দুপুর ১২টা থেকে শিক্ষার্থীদের জড়ো হতে দেখা যায়। রাজধানীর সায়েন্স ল্যাব ও নিউ মার্কেটের আশপাশ এলাকায় এমন চিত্র দেখা যায়।
এর আগে (৬ মার্চ) রোববার থেমে থেমে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় প্রায় তিন ঘণ্টা রাজধানীর সায়েন্স ল্যাব ও গ্রিন রোড এলাকায় যান চলাচল বন্ধ ছিল।
এরপর পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ে বেলা সোয়া তিনটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আমাদের কাগজ/এমটি






















