শিক্ষা ২৬ সেপ্টেম্বর, ২০১৯ ০২:৩০

বশেমুরবিপ্রবি উপাচার্য নাসিরের পদত্যাগ

ডেস্ক রিপোর্ট।। 

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য খোন্দকার নাসির উদ্দিন শিক্ষার্থীদের আন্দোলনের  মুখে ব্যক্তিগত কারণ দেখিয়ে আজ (২৬ সেপ্টেম্বর) বৃহস্পতিবার  পদত্যাগ করেছেন তিনি পদত্যাগ করেন।

এর আগে বুধবার তার পদত্যাগের দাবিতে ঝাড়ু নিয়ে মিছিল করে শিক্ষার্থীরা। এদিন সকাল থেকেই ক্যাম্পাসের বিভিন্ন হল ও হলের বাইরের শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিক্ষোভ দেখান তারা। বিক্ষোভকারীরা উপাচার্যের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলেন। উপাচার্যের পদত্যাগের দাবিতে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠে পুরো ক্যাম্পাস। মঙ্গলবারও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করেন  শিক্ষার্থীরা।

উপাচার্য নাসিরের বিরুদ্ধে শিক্ষার্থীদের ক্ষোভের সূত্রপাত হয় একটি ফেসবুক পোস্ট নিয়ে। ফেসবুকে একটি পোস্ট দেয়ার গত ১১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাংবাদিক ফাতেমা-তুজ-জিনিয়াকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এর মধ্যে জিনিয়া ও উপাচার্যের মধ্যকার কথোপকথনের একটি অডিও ভাইরাল হয়; যেখানে শোনা যায়, ওই ছাত্রীকে বকাঝকা ও হুমকি-ধামকি দেন উপাচার্য। মেয়েটির বাবা তুলেও কটু কথা বলেন তিনি। এর প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। যার প্রেক্ষিতে গত বুধবার জিনিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পর দিন বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে ১৪টি বিষয় মেনে নেয়ার আশ্বাস দেয়া হয়। এর মধ্যে সাধারণ শিক্ষার্থীদের বাকস্বাধীনতার নিশ্চয়তা, ক্ষমার অযোগ্য অপরাধ ছাড়া বহিষ্কার না করা, অভিভাবকদের ডেকে এনে অপমান না করা এবং ফেসবুক পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে কোনো শিক্ষার্থীকে বহিষ্কার না করার কথা রয়েছে।

তবে এতে সন্তুষ্ট না হয়ে শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের দাবিতে অনশনসহ আন্দোলন অব্যাহত রাখেন। এর মধ্যে গত শনিবার আন্দোলনকারীদের বহিরাগত ক্যাডাররা হামলা করে। হামলাকারীরা উপাচার্য খন্দকার নাসিরের নির্দেশেই এমন কাজ করে বলে অভিযোগ।