ময়মনসিংহ প্রতিনিধি: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা আমাদের যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন সেই স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক, স্মার্ট সমাজ, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার তার কেন্দ্রে রয়েছে স্মার্ট নাগরিক। আর স্মার্ট নাগরিক গড়ার হাতিয়ার স্মার্ট শিক্ষা।
আজ রোববার ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অষ্টম সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসেবে নিজের বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার কোনো বিকল্প নেই। বঙ্গবন্ধু কন্যা আমাদের যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন সেই স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক, স্মার্ট সমাজ, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার তার কেন্দ্রে রয়েছে স্মার্ট নাগরিক। আর স্মার্ট নাগরিক গড়ার হাতিয়ার স্মার্ট শিক্ষা। স্মার্ট শিক্ষায় যেতে হলে শিক্ষায় যে রূপান্তর ঘটাবার প্রয়োজন আমরা সেই প্রক্রিয়ার মধ্যে আছি।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে না জেনে না বুঝে অনেকে মিথ্যা প্রচারের অংশীদার হয়ে যাই। যখনই যা দেখবেন, তার সত্যতা যাচাই করুন। সত্য হলে প্রচারে কোনো বাঁধা নেই। কিন্তু যদি তা সত্য না হয়, আমরা যেন মিথ্যা প্রচারের অংশীদার কখনই না হই। এটিই আপনাদের কাছে বিনীত নিবেদন।
আমাদেরকাগজ/এইচএম






















