শিক্ষা ১৮ সেপ্টেম্বর, ২০১৯ ০৫:৪০

মাদ্রাসা থে‌কে ছাত্রী নি‌য়ে গে‌ছে জী‌ন!

ডেস্ক রিপোর্ট।। 

মিরপু‌রে মাদ্রসা থে‌কে ছাত্রী নি‌খোঁজ, শিক্ষকরা বল‌ছেন জী‌নে নি‌য়ে গে‌ছে। এবিষয়ে নিখোঁজ ছাত্রীর পরিবার দুপুরে  ক্র্যা‌বে সংবাদ স‌ম্মেলন করবে বলে জানা গিয়েছে। 

তবে  এবিষয়ে কথা বলার জন্য মাদ্রসার  শিক্ষকদের সাথে যোগাযোগ করার হলেও মাদ্রাসা কতৃপক্ষের দাবী মাদ্রাসা শিক্ষার্থী সাজমিনকে জ্বীন নিয়ে গেছে ।  

পরিবারের পক্ষ থেকে জানানো হয় ,মা বাবার একমাত্র সন্তান সাজমিন। গত ১ সেপ্টেম্বর জামিয়া কুরবানী য়া তালিমীয়া মাদ্রাসা থেকে  তাদের মেয়ে নিখোঁজ হয়েছে। 

 

বিস্তারিত আসছে...