শিক্ষা ১৮ নভেম্বর, ২০২২ ০৫:৩২

অবকাঠামোগত উন্নয়নই বিশ্ববিদ্যালয়ের প্রকৃত উন্নয়ন নয়: তথ্যমন্ত্রী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: ‘অবকাঠামোগত উন্নয়নই বিশ্ববিদ্যালয়ের প্রকৃত উন্নয়ন নয়। বিশ্ববিদ্যালয়ের পাঠদানের উন্নয়ন, গবেষণার উন্নয়ন এবং বহুমাত্রিক জ্ঞান-বিজ্ঞান ও সংস্কৃতির উন্নয়নই হলো প্রকৃত উন্নয়ন। দুঃখজনক হলেও সত্য, এখন সব জায়গাতেই দেখতে পাই- সবাই অবকাঠামোগত উন্নয়নের দিকেই বেশি ফোকাস করছে। ’

শুক্রবার (১৮ নভেম্বর) দুপুরে ৫৭তম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে  তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। আজ থেকে ৪১ বছর আগে ১৯৮১ সালে আমি এই বিশ্বাবিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম। সবুজ ক্যাম্পাসের এ বিশ্ববিদ্যালয় আমার হৃদয়ের মণিকোঠায় স্থান করে আছে। সেই যে ক্লাস শেষ করে বিকেলে শাটল ট্রেনে চড়ে বন্ধুদের আড্ডায় বাসায় ফেরা এখনো মনে পড়ে। আমার কাছে এই ক্যাম্পাস বাংলাদেশের সবচেয়ে সুন্দর ক্যাম্পাস। এখানে আসলে আমি পুরোনো স্মৃতিতে আবেগে আপ্লুত হয়ে যাই।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সভাপতিত্বে ও সহকারী প্রক্টর মরিয়ম ইসলাম লীজার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে, চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল করিম ও সাধারণ সম্পাদক মাহবুবুল আলম। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১৯৬৬ সালের ১৮ নভেম্বর মাত্র ২০০ শিক্ষার্থী ও চারটি বিভাগ নিয়ে প্রায় ২১০০ একর জায়গায় নিয়ে যাত্রা শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এরপর হাঁটি হাঁটি পা পা করে ১০টি অনুষদ, ৪৮টি বিভাগ, ৬টি ইনস্টিটিউশন, ৫টি গবেষণা কেন্দ্রসহ প্রায় বারো হাজার কর্মকর্তা-কর্মচারী, এক হাজার শিক্ষক-শিক্ষিকা ও প্রায় ২৭ হাজার শিক্ষার্থীর সমন্বয়ে আজ ৫৭ বছরে পা দিয়েছে এই বিশ্ববিদ্যালয়টি।

আমাদের কাগজ//জেডআই