শিক্ষা ১২ নভেম্বর, ২০২২ ০৮:১২

ফারদিন হত্যা: সুষ্ঠু তদন্তের দাবি সহপাঠীদের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন তার সহপাঠীরা। শনিবার (১২ নভেম্বর) বিকেলে বুয়েটের শহীদ মিনারের পাদদেশে তারা এ কর্মসূচি পালন করেন।

‘ক্যাম্পাস নিরাপদ, কিন্তু রাষ্ট্র?’, ‘হাউ টু সারভাইভ ইন দিজ কান্ট্রি?’, ‘নিরাপদ জীবনের নিশ্চয়তা চাই’, ‘সুষ্ঠু তদন্ত ও বিচারের নিশ্চয়তা চাই’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড হাতে এ সময় শিক্ষার্থীরা দাঁড়ান।

মানববন্ধনে বুয়েটের এক শিক্ষার্থী বলেন, প্রশ্ন হতে পারে, আমরা পুলিশের উপর শতভাগ বিশ্বাস রাখতে পারছি না? আমরা এটা বলার জন্য ওয়েল ইকুয়েপ্ট না। আমরা তদন্তের উপর আস্থা রাখছি। আমরা আশা করি, পুলিশ হয়ত আমাদের নিরাশ করবে না। এই আশা ছাড়া আমাদের করার কিছু নেই।

আমাদের কাগজ//জেডআই