শিক্ষা ১৫ সেপ্টেম্বর, ২০১৯ ০৪:৩৯

ছাত্রলীগকে বিতর্কমুক্ত রাখার অঙ্গীকার করলেন জয়

 ডেস্ক রিপোর্ট।। 

ছাত্রলীগের নতুন নেতৃত্ব সারা দেশের ছাত্রদের সাথে নিয়ে বিতর্কমুক্ত একটি সংগঠন উপহার দেবে বলে জানিয়েছেন ছাত্রলীগের নতুন ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান জয়। এদিকে, শোভন রাব্বানীকে সরিয়ে দেয়ায় উচ্ছ্বসিত ছাত্রলীগের তৃণমুল কর্মীরা। আওয়ামী লীগের জেষ্ঠ্য নেতারা বলছেন, দুর্নীতিগ্রস্ত যেকোন রাজনীতিবিদ ও সংগঠনের বিরুদ্ধে এটি আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার কঠোর বার্তা।

টেন্ডার-চাঁদাবাজি-মাদকাসক্তিসহ সুনির্দিষ্ট বেশ কিছু অভিযোগ ওঠার ১ সপ্তাহের মধ্যে সরিয়ে দেওয়া হলো ছাত্রলীগের সভাপতি শোভন ও সাধারণ সম্পাদক রাব্বানীকে।

গণভবন থেকে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে আল নাহিয়ান জয় ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক লেখক ভট্রাচার্যের নাম ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বের হয় আনন্দ মিছিল। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে শেখ হাসিনার জিরো টলারেন্সের প্রশংসা করেন ছাত্রলীগ নেতা-কর্মীরা।

এদিকে নতুন দায়িত্ব নিয়ে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান জয় ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শনিবার রাতেই আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এসময় শত শত ছাত্রলীগ কর্মী নতুন শীর্ষ নেতাদের বরণ করে নেন। এসময় তারা বলেন, অতীতের ভুল-ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে কলঙ্কমুক্ত একটি ছাত্র সংগঠন উপহার দেবেন তারা।

দুর্নীতির বিরুদ্ধে দলীয় প্রধানের অবস্থান আওয়ামী লীগের নেতা-কর্মীদের জন্য একটি সতর্ক বার্তা বলে মনে করেন আওয়ামী লীগের জেষ্ঠ্য নেতারা।

১৯৯৪ সালে ইসহাক আলী পান্নার পর দীর্ঘ ২৫ বছর ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বে এলেন বরিশাল বিভাগের সন্তান আল নাহিয়ান জয়। এতে বরিশাল অঞ্চলের ছাত্রলীগ কর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে উদ্দীপনা। আর ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক লেখক ভট্রাচার্যের বাড়ী যশোর হওয়ায় যশোর-খুলনা এলাকার ছাত্রদের মধ্যেও দেখা গেছে আনন্দ-উচ্ছ্বাস।