ডেস্ক রিপোর্ট।।
ভুলত্রুটি শুধরে নতুন নেতৃত্ব নিয়ে এগিয়ে যাবে সংগঠন, প্রত্যাশা ছাত্রলীগ নেতাকর্মীদের। শেখ হাসিনার সিদ্ধান্ত অনুযায়ী, নতুন নেতৃত্বকে সর্বাত্বক সহযোগিতার কথাও জানিয়েছেন তারা। ভুল থেকে শিক্ষা নিয়ে সংগঠনকে আরো গতিশীল করার আশা নেতাকর্মীদের। এদিকে এরইমধ্যে শোভন-রাব্বানী পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছে ছাত্রলীগের একটি সূত্র।
নানা অভিযোগে পদচ্যুত হয়েছেন শোভন- রাব্বানী। সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্য। আগামী কাউন্সিলের দায়িত্বও দেয়া হয়েছে তাদের।
নেতৃত্ব পরিবর্তনের খবরে রাতেই সরগরম হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। নতুন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মিছিল করেন নেতাকর্মীরা।
ছাত্রলীগের বিভিন্ন স্তরে নেতাকর্মীরা বলছেন, শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত। ভুলত্রুটি শুধরে এবার সামনে যাওয়ার পালা।
বাংলাদেশ ছাত্রলীগের সহসভাপতি শাহরিয়ার কবির বিদ্যুৎ বলেন, 'ভুলত্রুটি মানুষের থাকে। এখান থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, তাহলে বাংলাদেশ ছাত্রলীগ তার অতীত ঐতিহ্য ফিরে পাবে বলে আমি মনে করি।'
বাংলাদেশ ছাত্রলীগের আরেক সহসভাপতি সৈয়দ আরিফ হোসেন জানান, নতুন দুই জনের সঙ্গে তারাও সংগঠনকে এগিয়ে নেয়ার চেষ্টা করবেন।
প্রসঙ্গত, বরিশালের ছেলে জয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী লেখকের বাড়ি যশোরে। জয় আগের কেন্দ্রীয় কমিটির আইন সম্পাদক আর লেখক ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।