শিক্ষা ১৯ ডিসেম্বর, ২০২০ ১০:০৮

যে কারণে বার কাউন্সিলের পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর তিনটি কেন্দ্রের শিক্ষানবিশ আইনজীবীরা প্রশ্নপত্র কঠিনের অভিযোগ তুলে বার কাউন্সিলের লিখিত পরীক্ষা বর্জন করেছেন

আজ শনিবার সকালে রাজধানীর লক্ষ্মীবাজারের ঢাকা মহানগর মহিলা কলেজে এমন ঘটনা ঘটে একই ধরনের ঘটনা ঘটেছে মোহাম্মদপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজ এবং মোহাম্মদপুর মহিলা কলেজ কেন্দ্রেও

রাজধানীর লক্ষ্মীবাজারে ঢাকা মহানগর মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা শুরু হলে প্রথমেই কিছু শিক্ষার্থী ‘প্রশ্ন ঠিক হয়নি’ বলে অভিযোগ করেন

এরপর তাদের সঙ্গে অনেকেই যুক্ত হন এক পর্যায়ে তারা সিট থেকে উঠে পড়েন এ নিয়ে পরীক্ষা হলে হট্টগোল শুরু হয় সেসময় অনেকে পরীক্ষা দিতে চাইলেও বাকিরা তাদের বের করে দেয়

আজ শনিবার সকাল ৯টায় রাজধানীর নয়টি কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয় প্রায় ১৩ হাজার শিক্ষানবীশ আইনজীবী বার কাউন্সিলের লিখিত পরীক্ষায় অংশ নেন