লাইফ স্টাইল ২৬ নভেম্বর, ২০১৯ ০৮:৪৬

অগ্রহায়ণ মাসে জন্ম হলে যে গুণের অধিকারী হওয়া যায়

লাইফ স্টাইল ডেস্ক ।। 

জন্ম তারিখ সঠিকভাবে জানা না থাকলে কোষ্ঠী তৈরি করতে অসুবিধে হয়। সম্ভাব্য কর্ম সম্বন্ধেও জানা যায়না। চিন্তা নেই, জ্যোতিষশাস্ত্র মতে মানুষের ভাগ্য বা ব্যক্তিত্ব নির্ভর করে তাঁর জন্ম মাসের ওপর। একই ভাবে তাঁর স্বভাব, চারিত্রিক বৈশিষ্ট্য, আচরণ প্রভৃতি সবই নির্ভর করে জন্মসময়ের ওপর। জন্মমাস বা জন্মসময় অনুযায়ী বলে দেওয়া যায় মানুষের ভাগ্য কেমন হবে। জ্যোতিষ শাস্ত্রে জন্মমাসের গুরুত্ব প্রচুর।

দেখে নেওয়া যাক অগ্রহায়ণ মাসে জন্ম হলে মানুষের মধ্যে কী কী বিশেষ গুণ থাকে— 

(০১) অগ্রহায়ণ মাসে জন্ম হলে সেই ব্যক্তি হবেন ভীষণ উচ্চাভিলাসী এবং দৃঢ় প্রতিজ্ঞ। যে কোনও বিষয়ে উচ্চ মানসিকতার পরিচয় পাওয়া যায় এঁদের মধ্যে।

(০২) এঁরা সব ব্যাপারেই দৃঢ় প্রতিজ্ঞ থাকতে পছন্দ করেন। যে সিদ্ধান্ত একবার নিয়ে নেবেন, তা থেকে এঁদের সরানো যাবে না। নিজের বিশ্বাসের ওপর এঁরা অটল থাকতেই ভালবাসেন।

(০৩) এই মাসে যাঁদের জন্ম, তাঁরা খুবই আলাপী ও ভদ্র হন। যে কোনও স্বভাবের মানুষের সঙ্গে এঁরা মিশে যেতে পারেন। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এঁরা খুব ভদ্র স্বভাবের হলেও মাঝে মধ্যে অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।

(০৪) এই মাসে জন্ম জাতক জাতিকারা অতি বুদ্ধিমান ও চালাক হন। মনের খবর গোপন রাখতেই এঁরা বিশ্বাসী। খুব কাছের মানুষও সহজে এঁদের মনের খবর জানতে পারেন না।

(০৫) এঁরা একা থাকতে ও নিজেকে গুটিয়ে রাখতে বেশি পছন্দ করেন। এঁদের ইচ্ছাশক্তি প্রবল। এঁরা কর্মের প্রতি খুব আন্তরিক হন। পরিশ্রম করে স্বপ্ন সার্থক করতে চান।

(০৬) এঁরা সাধারণত উকিল, জ্যোতিষী, হিসাব পরিক্ষক, উচ্চপদস্থ কার্মচারী, বিচারক, পত্রিকার সম্পাদক ও বড় ব্যবসায়ী হয়ে থাকেন। খুব বুদ্ধি করে চলেন বলে এঁরা জীবনে সাফল্য অর্জন করতে পারেন।