লাইফস্টাইল ডেস্ক: পাতলা হয়ে গেলে বেশিরভাগ সময়ই ফেলে দেওয়া হয় সাবান। তবে ফেলে দেয়া সাবানগুলো দিয়ে বানাতে পারি একটা রড় সাবান।
বাতিল সাবান কাজে লাগাবেন যেভাবে-
ত্বকে ব্যবহারের সাবান
প্রথমে একটি স্টিলের পাত্রে ৮ থেকে ১০ টুকরা বাতিল সাবান নিন। এবার চুলায় একটি বড় পাত্রে পানি গরম দিন। পানি ফুটে উঠলে সাবানসহ স্টিলের পাত্রটি পানির ওপরে দিয়ে দিন। সবান গলে গেলে ওয়ান টাইম ব্যবহারের কাপ বা গ্লাসে ঢেলে দিন। মিশ্রণটির সঙ্গে গ্লিসারিন ও ভিটামিন ই ক্যাপসুলের তেল মিশিয়ে কয়েকবার ঝাঁকি দিয়ে মসৃণ করে নিন। কিছুক্ষণ পর শুকিয়ে গেলে গ্লাস থেকে বের করে নিন নিজের বানানো সাবান।
কাপড় ধোয়ার সাবান
ত্বকে ব্যবহারের সাবান তৈরীর পদ্ধতি অনুযায়ী একইভাবে কাপড় ধোয়ার সাবানও বানিয়ে নিতে পারেন। এ ছাড়াও কাপড় ধোয়ার ডিটারজেন্টের বিকল্প হিসেবে সাবান শুকিয়ে গুঁড়া করে শুকিয়ে নিতে পারেন।
আমাদের কাগজ//জেডআই






















