লাইফ স্টাইল ১১ জানুয়ারি, ২০২১ ১১:৪৬

চোখ দেখে চিনুন

ডেস্ক রিপোর্ট

কেউ আপনার সাথে মিথ্যে কথা বলে প্রতারণা করছে কিনা তা ধরা বেশ মুশকিল। তবে আপনি চাইলে চোখ দেখে বুজে নিতে পারবেন সত্য নাকি মিথ্যে বলে প্রতারণা করছে আপনার সাথে।

# একটু খেয়াল করলেই বুঝতে পারবেন, মিথ্যা বলার সময় তাদের চোখের মণি অতিরিক্ত নড়াচড়া করে। আর যারা চোখে চোখ রেখে কথা বলতে পারেন তাদের সৎ সাহস রয়েছে

# ধরা পড়ার ভয়ে চোখ ফিরিয়ে নেয়, অন্য কিছুর দিকে তাকিয়ে কথা বলে

# মিথ্যা বলার সময় মানুষ আত্মরক্ষার কৌশল হিসেবে বেশ দীর্ঘ সময় চোখ বন্ধ রাখতে পারে, যেন খুব ভেবে-চিন্তে উত্তর দিচ্ছেন। আসলে তিনি সত্য লুকাচ্ছেন

# মানুষ সাধারণত প্রতি মিনিটে পাঁচ থেকে ছয় বার, অর্থাৎ প্রতি ১০ থেকে ১২ সেকেন্ডে একবার চোখের পাতা ফেলে। কিন্তু যখন কেউ মিথ্যার আশ্রয় নিয়ে মানসিক চাপের মধ্যে থাকে, তখন সেই ব্যক্তি কয়েক সেকেন্ডের মধ্যে খুব ঘন ঘন পাঁচ-বার চোখের পাতা ফেলতে পারেন।

# যদি বুঝে যান, তিনি মিথ্যা বলছেন, তবে আগেই সর্তক হোন। জীবনে কখনো কোনো প্রয়োজনে আমরা যেন মিথ্যার আশ্রয় না নেই।