লাইফস্টাইল ডেস্ক
বড়দিন আসতে আর খুব বেশি দেরি নেই। কেক আর কুকিজ ছাড়া যেন বড়দিনের আমেজ জমেই না। তাই বড়দিন উপলক্ষে বাড়িতেই বানাতে পারেন পাঁচতারকা হোটেলের মতো কেক, কুকিজ চলুন তাহলে দেখে নেয়া যাক রেসিপি
ক্রিসমাস কেক
উপকরণঃ শুকনো ফল (ড্রাই ফ্রুটস) ৮০০ গ্রাম, শুকনো অ্যাপরিকট ১০০ গ্রাম, ডুমুর ফল ২০০ গ্রাম, চেরি ৮০ গ্রাম, মাখন ২০০ গ্রাম, ময়দা ২০০ গ্রাম, ডিম ২০০ গ্রাম, বেকিং পাউডার ৩ গ্রাম, বেকিং সোডা ৩ গ্রাম, দারুচিনি ৩ গ্রাম, ওয়ালনাট ১২০ গ্রাম, ডিমের সাদা অংশ ৩০ গ্রাম, মিক্সড স্পাইস (শুধু কেকের জন্য ব্যবহার করা হয়) ৩ গ্রাম ও আইসিং সুগার ২৫০ গ্রাম।
প্রণালিঃ একটি বাটিতে ডিম ফেটিয়ে নিন। এর সঙ্গে মাখন এবং চিনি মিশিয়ে নিন যতক্ষণ না মিশ্রণটি পাতলা হয়ে আসে। এবার শুকনো ফলগুলো দিয়ে দিন। এরপর পুরো মিশ্রণটি ৩৫ মিনিটের জন্য ১৮০ ডিগ্রি সেলসিয়াসে বেক করে নিন। বেক হয়ে গেলে ঠান্ডা হওয়ার জন্য ২ ঘণ্টা রেখে দিন। ব্যস, এখন ক্রিসমাসের উপকরণ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
স্ট্রবেরির ক্রিসমাস লগ
উপকরণঃ চিনি ১০০ গ্রাম, ডিম ২০০ গ্রাম, ময়দা ৭৫ গ্রাম, স্ট্রবেরির সিরাপ ৩০ মিলি, লাল ফুড কালার ২ মিলি, ডিমের সাদা অংশ দিয়ে ফেটিয়ে নেওয়া ক্রিম ৪৫০ গ্রাম ও সাজানোর উপকরণ।
প্রণালিঃ প্রথমেই চিনি এবং ডিম নিয়ে তাতে একে একে স্ট্রবেরির সিরাপ, খাবার রং আর ময়দা হাত দিয়ে মিশিয়ে নিন। মিশ্রণটি ২২০ ডিগ্রি সেলসিয়াসে বেক করুন ছয় ঘণ্টার জন্য। বেক করার পর এক ঘণ্টা রেখে দিন। এরপর ঠান্ডা হলে পরিবেশন করুন।
চকলেট হাউস
উপকরণঃ ডার্ক চকলেট ৫০০ গ্রাম, ডিমের সাদা অংশ ৩০ গ্রাম, আইসিং সুগার ২৫০ গ্রাম ও সাজানোর উপকরণ ইচ্ছেমতো।
প্রণালিঃ ডার্ক চকলেট গলিয়ে প্লাস্টিকের একটা শিটের ওপর মাখিয়ে নিন। মাখানো হয়ে গেলে পছন্দের আকৃতি অনুযায়ী কেটে নিন। সব শেষে ডিমের সাদা অংশ ও আইসিং সুগার দিয়ে জোড়া লাগিয়ে নিন। ডিমের সাদা অংশ ও আইসিং সুগার আঠালো বলে টুকরোগুলো সহজেই লেগে থাকবে।
ক্রিসমাস পুডিং
উপকরণঃ মাখন ৮০০ গ্রাম, গুঁড়ো করে নেওয়া রুটি ৮০০ গ্রাম, কিশমিশ ২০০ গ্রাম, লেবুর চামড়া ৫০০ গ্রাম, চেরি ৮০০ গ্রাম, লেমন জেস্ট ১০ গ্রাম, চিনি ৫০০ গ্রাম, ডিম ২০০ গ্রাম, আইসিং সুগার ২৫০ গ্রাম, লেবুর রস ১০ মিলিলিটার, ডিমের সাদা অংশ ৩০ গ্রাম, মিক্সড স্পাইস ১০ গ্রাম ও সাজানোর জন্য প্রয়োজনীয় উপকরণ।
প্রণালিঃ সব উপকরণ একটি বাটিতে নিয়ে একসঙ্গে মিশিয়ে নিন। তারপর মাইক্রোওয়েভ ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৩৫ মিনিটের জন্য রেখে দিন। বেক হওয়ার পর ১ ঘণ্টার জন্য রেখে দিন। ঠান্ডা হয়ে গেলে পুডিংয়ের ওপর সাজানোর উপকরণ দিয়ে তৈরি করে নিন ঝটপট।