লাইফ স্টাইল ৯ নভেম্বর, ২০২০ ০৯:২৮

ঢাকা রিজেন্সি –তে চলছে ১১৯০ টাকায় বার-বি-কিউ ফিয়েস্তা!

ডেস্ক রিপোর্ট

প্রতি বছরের ন্যায় এবারও ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট আয়োজন করেছে শহরের জনপ্রিয় গ্রিল ফ্রাই ফেস্টবার-বি-কিউ ফিয়েস্তা যেখানে লাইভ গ্রিল ফ্রাই স্টেশন-এর খাবারের দাম জনপ্রতি মাত্র ১১৯০ থেকে শুরু

হোটেলটির নতুনভাবে সাজানো রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দা স্কাইলাইনে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত ভোজনপ্রেমীদের জন্য আয়োজনটি উপভোগ করার সুযোগ রয়েছে

খাবারের মেন্যুতে রয়েছে নানা ধরনের কাবার এবং সামুদ্রিক মাছের তৈরি নানা খাবার বার-বি-কিউ উৎসবে অতিথিরা লাইভ গ্রিল ফ্রাই স্টেশন থেকে তাজা সি ফুড অথবা বার-বি-কিউ আইটেম-এর যে কোনোটা পছন্দমতো বেছে নিতে পারবেন এবং সঙ্গে থাকছে ফ্রি সাইড ডিশ