অর্থ ও বাণিজ্য ২৪ অক্টোবর, ২০২২ ০১:৪৬

সার্ভার ত্রুটি, ডিএসইতে লেনদেন বন্ধ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্ভারে গোলযোগ দেখা দেওয়ায় সব ধরনের লেনদেন বন্ধ রয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় বাজার খোলার পর বেলা ১০টা ৫৮ মিনিটে সার্ভারে জটিলতা দেখা দেয়। এখন পর্যন্ত সমস্যার সমাধান করতে পারেনি কর্তৃপক্ষ।

ডিএসইর জনসংযোগ বিভাগের প্রধান মো. শফিকুর রহমান বলেন, সার্ভারে ত্রুটি দেখা দেওয়ায় লেনদেন বন্ধ। আমাদের নিজস্ব আইটি টিম সার্ভার সরবরাহকারী প্রতিষ্ঠান নাসডাক যৌথভাবে ত্রুটি সমাধানের চেষ্টা করছে। সমাধান হলেই লেনদেন চালু হবে।

পুঁজিবাজারে এখন লেনদেন চলে সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১টা ৫০ পর্যন্ত। ঢাকায় লেনদেন করা না গেলেও দেশের দ্বিতীয় বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন স্বাভাবিক রয়েছে।

লেনদেন বন্ধ হওয়ার আগ পর্যন্ত পতনের ধারায় ছিল ডিএসই সূচক। ওই সময় পর্যন্ত লেনদেন হওয়া শেয়ার মিউচুয়াল ফান্ডের মধ্যে ২৫টি দাম বেড়েছিল, ৭৯টির কমেছিল এবং ১৯৯টির দর অপরিবর্তিত ছিল।

আগের দিন রোববার ৪৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৫ শতাংশ কমে বাজারের প্রধান সূচক ডিএসইএক্স লেনদেন শেষ করেছিল হাজার ৩৪৪ পয়েন্ট নিয়ে। সোমবার ১০টা ৫৮ মিনিটে বন্ধ লেনদেন থমকে যাওয়ার সময় সূচকে ছিল হাজার ৩১১ পয়েন্টের ঘরে।

 

 

 

আমাদের কাগজ/টিআর