অর্থ ও বাণিজ্য ৬ অক্টোবর, ২০২২ ০৩:৩৪

সূচকের উত্থান পতনে শেষ হলো পুঁজিবাজারে লেনদেন

নিজস্ব প্রতিবেদক:

পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান এবং শেয়ার বিক্রির চাপ ও পতনের মধ্যদিয়ে শেষ হয়েছে আজকের লেনদেন। বৃহস্পতিবার (৬ অক্টোবর) পুঁজিবাজারে লেনদেন হয়েছে ৩৭০টি কোম্পানির শেয়ার ও ইউনিটের। এর মধ্যে দাম বেড়েছে ৭৭টির, কমেছে ১০৩টির আর অপরিবর্তিত রয়েছে ১৯০টি কোম্পানির শেয়ার।

তবে ২১ শতাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে প্রকৌশল এবং ওষুধ ও রসায়ন খাতের শেয়ারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ২৪ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৪৩ পয়েন্ট।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ২০ দশমিক ৮১ শতাংশ কোম্পানির দাম বৃদ্ধির বিপরীতে আজ ডিএসইতে দাম কমেছে ২৭ দশমিক ৮৩ শতাংশ কোম্পানির, আর ৫১ দশমিক ৩৫ শতাংশ কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। আজ সূচক বাড়লেও কমেছে লেনদেন।

ডিএসইর তথ্য অনুযায়ী লেনদেনের শীর্ষে ছিল ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ার। দ্বিতীয় স্থানে ছিল বেক্সিমকো লিমিটেড। তৃতীয় স্থানে ছিল সোনালী পেপারের শেয়ার। এরপর যথাক্রমে লেনদেনের শীর্ষে ছিল- বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, ইস্টার্ন হাউজিং, বাংলাদেশ শিপিং করপোরেশন, বিবিএস ক্যাবলস, জেএমআই হসপিটাল, বিকন ফার্মাসিটিউক্যাল লিমিটেডে এবং শাইনপুকুর সিরামিক লিমিটেডের শেয়ার।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৩ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৩৩২ পয়েন্টে দাঁড়িয়েছে। বাজারটিতে ২৪৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৫৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১১২টি কোম্পানির শেয়ারের দাম।

সিএসইতে লেনদেন হয়েছে ১৮ কোটি ৯১ লাখ ৯১ হাজার ৩২৩ টাকার শেয়ার। আগের দিন লেনদেন হয়েছিল ১৮ কোটি ৭৩ লাখ ৩৫ হাজার ২০৮ টাকার শেয়ার।

আমাদের কাগজ//জেডআই