অর্থ ও বাণিজ্য ১ জানুয়ারি, ২০২১ ০১:২৯

ঢাকায় ১ টাকায় এক ডজন ডিম!

ডেস্ক রিপোর্ট

ঢাকায় পাওয়া যাচ্ছে টাকায় এক ডজন ডিম যদিও বাজারে বর্তমানে প্রতি হালি ডিমের দাম ২৮ থেকে ৩০ টাকা এই দামের বাজারেও অবিশ্বাস্য মূল্যে ডিম পাবেন আপনি

এতোক্ষণ যা শুনেছেন তার সবই সত্য তবে টাকায় এক ডজন ডিম পেতে হলে আপনাকে ঢাকাস্থ স্বপ্নের যেকোনো আউটলেট থেকে ১৫০০ টাকার বাজার করতে হবে

আজ শুক্রবার স্বপ্নের অফিসিয়াল ওয়েবসাইট ঘুরে এমন তথ্য পাওয়া গেছে যেখানে দেখা গেছে নির্ধারিত মূল্যের বাজার করলে সাথে থাকবে ফ্রি হোম ডেলিভারি সার্ভিস

তবে স্বপ্নের এমন অফারে ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে তারা বলছেন স্বপ্নের এই অফার এক ধরনের বিশেষ প্রতারণা লোকসান দিয়েতো তারা ব্যবসা করছেন না ১৫০০ টাকার মধ্যে পর্যাপ্ত লাভ করে ডিমের দামও রাখা হচ্ছে মোট কথা আমাদের টাকায় আমাদের পণ্য দিয়ে নিজেদের মার্কেটিং করছে