নিজস্ব প্রতিবেদক
গতকাল শুক্রবার সকালে টেকনাফ উপজেলাধীন হ্নীলা ইউপিস্থ কোনাপাড়া, উলুসামারী গ্রামের একটি সংঘবদ্ধ ডাকাত দল কুখ্যাত ডাকাত নুরুল আমিনের বাড়িসহ তার পার্শ্ববর্তী ০৪ টি বাড়িতে অবস্থান করছিল। দেশীয় আগ্নেয়াস্ত্রসহ তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর একটি বিশেষ টহলদল। চারদিক থেকে ডাকাতদের ঘিরে ফেলা হয়। অভিযানে ০৪ ডাকাতকে আটক করতে সক্ষম হয় বিজিবি।
অভিযানে ০৬টি দেশীয় একনলা বন্দুক, ১০ রাউন্ড তাজা কার্তুজ, ৯ রাউন্ড কার্তুজের খোসা, ০৪ রাউন্ড রাইফেল এ্যামুনেশন, ০৪ রাউন্ড এলএমজি এ্যামুনেশন, ০৪ রাউন্ড রকেট প্যারাসুট ফ্লেয়ার, ০১টি পুলিশ বেল্ট এবং ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অবৈধ অস্ত্র বহনের দায়ে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।