ডেস্ক রিপোর্ট।।
মেহেদী হাসান, মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান এলাকায় সপরিবারে থাকেন। সংসারে দু'মুঠো অন্নের সংস্থান করতেই যিনি পর্যুদস্ত, সেই মেহেদী হাসান অনেক কষ্টে জমানো টাকায় দুই বছর আগে কিনেছিলেন একটি মোটর বাইক। টিভিএস মেট্রো প্লাস-১১০ সিসি, রঙ লাল।
জীবিকার তাগিদে অনেকের মতো তিনিও শুরু করেন ভাড়ায় রাইড শেয়ারিং। তুলনামূলকভাবে কম যানজট এবং রৌদ্রের তীব্রতা থেকে বাঁচতে রাতেই বাইক চালাতেন তিনি।
গত ০৪.১১.২০১৯ ইং দিবাগত রাত অনুমান ০৩.১০ ঘটিকার দিকে এক যাত্রীকে কল্যাণপুরে পৌছে দিয়ে বাসায় ফিরছিলেন মেহেদী হাসান। শ্যামলী এলাকায় দুজন পথচারী তার বাইকের সামনে দৌড়ে এসে অনুরোধ করে যে, তাদের একজন বন্ধু বাডডা এলাকায় একসিডেন্ট করেছে। মেহেদী হাসানকে তারা অনুরোধ করে সেখানে পৌছে দেওয়ার জন্য।
মেহেদী হাসান দুজনের একজনকে ‘পাঠাও কল’ দিতে বলেন। দুজনে জানায় ‘একসিডেন্টের কথা শুনে তারা তড়িঘড়ি করে বাসা থেকে বের হয়ে এসেছে। যে মোবাইল নিয়ে এসেছে, তাতে ইন্টারনেট কানেকশন নেই’। মানবিক দিক বিবেচনা করে দুজনকে বাইকে উঠতে বলেন মেহেদী হাসান।
রাত অনুমান ০৩.৩০ ঘটিকার দিকে উত্তর বেগুনবাড়ি সংলগ্ন হাতিরঝিল থানাধীন বায়তুল নূর জামে মসজিদের সামনে পৌঁছাতেই বুকের ডানপাশে ধারালো কিছুর সপর্শ টের পান মেহেদী হাসান। নিমিষেই তাকে নামতে বলা হয় বাইক থেকে। ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে কেড়ে নেওয়া হয় তার মানিব্যাগ, মোবাইল, মোটর বাইক, মোটর বাইকের পেপারস, ড্রাইভিং লাইসেন্স, হ্যান্ডব্যাগ....সর্বস্ব। চোখের সামনে ছিনতাইকারীরা তার সর্বস্ব নিয়ে চলে যায়। রুটি-রুজির একমাত্র অবলম্বন মোটর বাইকটি হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন মেহেদী হাসান। তার আর্ত-চিৎকারে কেঁপে উঠে নিস্তব্ধ হাতিরঝিল।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে তেজগাঁও শিল্পানচল জোনের এডিসি হাফিজ আল ফারুকের নেতৃত্বে এসি মঈনুল ইসলাম, হাতিরঝিল থানার ইন্সপেক্টর (অপারেশন) গোলাম আজম ও এএসআই তরিকুল ইসলামের একটি টীম গত ২৬.১১.২০১৯ ইং তারিখ রাত ১০.৪০ ঘটিকায় ঢাকা জেলার সাভার থানাধীন আমিনবাজার এলাকা থেকে সুজন এবং রাত ১১.৫০ ঘটিকায় দারুস সালাম থানাধীন ঈদগাহ এলাকা থেকে রাব্বিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সুজন ও রাব্বি’র স্বীকারাক্তি অনুসারে দারুস সালাম ২৭.১১.২০১৯ ইং তারিখ রাত ০২.৩৫ ঘটিকায় দারুস সালাম থানাধীন ২০৫ নং বাসার নিচতলা থেকে ছিনতাইকৃত মোটর বাইকসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।




















