অপরাধ ও দুর্নীতি ২০ নভেম্বর, ২০১৯ ০৬:০৬

ডাকাতির প্রস্তুতিকালে মোহাম্মদপুর থেকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫

ডেস্ক রিপোর্ট।। 

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা পশ্চিম বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ সুমন হোসেন (২৮), মোঃ শাকিল মিয়া (১৯), মোঃ সাজু মিয়া (২২), মোঃ রুবেল মিয়া (২৭) ও মোঃ রকি (২৪)। এ সময় তাদের হেফাজত হতে ৫টি ধারালো ছুরি উদ্ধার করা হয়।

গোয়েন্দা পশ্চিম বিভাগের অতিঃ উপ-পুলিশ কমিশনার মোঃ আনিচ উদ্দীন ডিএমপি নিউজকে বলেন, ২০ নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭.২৫ টায় মোহাম্মদপুর থানার বাঁশবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা পশ্চিম বিভাগের মোহাম্মদপুর জোনাল টিম।

তিনি বলেন, গ্রেফতারকৃতরা মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় ডাকাতির সাথে জাড়িত।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা রুজু হয়েছে।