অপরাধ ও দুর্নীতি ২০ নভেম্বর, ২০১৯ ০৫:১০

হাসপাতাল থেকে নিখোঁজের ৬ দিন পর নবজাতক উদ্ধার

ডেস্ক রিপোর্ট।। 

নরসিংদীতে মেরী স্টোপস ক্লিনিক থেকে চুরি হওয়ার ৬ দিন পর নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে নবজাতকটিকে উদ্ধার করা হয়।

এ সময় চুরি ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইয়াসমিন নামে ১ জনকে আটক করেছে পুলিশ।

গত ১৩ নভেম্বর নরসিংদীর মেরী স্টোপস হাসপাতাল থেকে ৩ দিন বয়সী এক কন্যা নবজাতক চুরির ঘটনায় নরসিংদীজুড়ে ছিল আলোচনা। ঘটনাটি নিয়ে নবজাতকের পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের পাল্টাপাল্টি বক্তব্য নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়। অবশেষে নবজাতক উদ্ধারের মধ্য দিয়ে চুরির মূল রহস্য উন্মোচন হওয়ার দ্বার প্রান্তে পৌঁছেছে। 

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার ইয়াসমিনকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ।

তিনি জানান, ৬ দিন পর নবজাতককে উদ্ধার করা হয়েছে। চুরির দায়ে ইয়াসমিন আক্তার নামে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে।