ডেস্ক রিপোর্ট ।।
অর্থপাচারের অভিযোগে বিকল্প ধারা বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ও মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহী বি চৌধুরী ও তার স্ত্রী আশফাহ হক লোপাকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল দুদক। কিন্তু তারা উপস্থিত না হয়ে সময় চেয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে ২৫ আগস্ট দুর্নীতি দমন কমিশন-দুদকে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
আজ মাহি-দম্পত্তিকে দুদকে তলব করা হয়েছিল। এদিন তারা হাজির না হয়ে সময় চেয়ে আবেদন করেন। এ কারণে আগামী ২৫ আগস্ট হাজির হওয়ার জন্য তাদেরকে ফের নোটিশ দিয়েছে দুদক।
মাহী বি চৌধুরী ও তার স্ত্রী আশফাহ হকের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুদক। এর অংশ হিসেবে রোববার তাদের জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয়।
এদিকে আজ যে তারা দুদকে হাজির হতে পারবেন না সেটি আগেই জানিয়েছিলেন। সময়ের আবেদনে মাহি ও তার স্ত্রী বলেছেন, ব্যক্তিগত কাজে তারা ব্যস্ত থাকায় আজ দুদকে হাজির হতে পারবেন না। এজন্য তারা সময় চান।






















