অপরাধ ও দুর্নীতি ৬ আগস্ট, ২০১৯ ০৮:৫৮

৯টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক।। 

দুই দিন বিরতিহীনভাবে অভিযানে মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ওয়ারী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-মো. মানিক (২২), অপু মালি (২৮) ও মো. আব্দুল হাই (৪৫)। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ৯টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ওয়ারী থানা সূত্র থেকে জানায়, ঢাকা ও টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায়  গোপন সংবাদের ভিত্তিতে গত দুই দিন বিরতিহীনভাবে অভিযান পরিচালনা করে মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে আটক করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। তারা ওয়ারী থানা এলাকাসহ ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চুরি করত। উদ্ধারকৃত মোটরসাইকেলসমূহ তারা ওয়ারী থানা এলাকাসহ আশপাশের এলাকা হতে বিভিন্ন সময় চুরি করেছে।

উল্লেখ্য গত ১১ জুন’১৯ ওয়ারী থানায় একটি মোটরসাইকেল চুরির মামলা রুজু হয়। উল্লেখিত মামলা তদন্তকালে ঢাকা ও টাঙ্গাইলে অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ অভিযুক্তদের গ্রেফতার করতে সক্ষম হয় ওয়ারী থানা পুলিশ।