নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ইয়াবা দিতে আসা চার রোহিঙ্গাকে আটক করেছে মোহাম্মদপুর থানা-পুলিশ। এ সময় তাদের পেটের ভেতর বিশেষ কায়দায় লুকানো ৭ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে জেনেভা ক্যাম্প-সংলগ্ন মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—সাদেক (২৪), রমজান (২৫), সৈয়দ নুর (২৫) ও নাসির উদ্দিন (১৯)।
বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ।
তিনি বলেন, টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে বিশেষ কৌশলে ইয়াবা বহন করে জেনেভা ক্যাম্প এলাকায় প্রবেশ করার চেষ্টা করেন চার রোহিঙ্গা যুবক।
অভিযানে সন্দেহজনক ওই চার যুবককে আটক করলে তারা পেটের ভেতরে ইয়াবা লুকানোর বিষয়টি স্বীকার করেন। পরবর্তীতে তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এক্সরে করানো হলে চিকিৎসকরা পেটের ভেতর বস্তু শনাক্ত করেন। এরপর চিকিৎসকের সহায়তায় তাদের পায়ুপথ দিয়ে ৭ হাজার ৮০০ পিস ইয়াবা বের করা হয়।
তিনি আরও বলেন, এই ইয়াবা তারা কার কাছে ডেলিভারি দিতে এসেছিলেন, তা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটককৃত চার রোহিঙ্গার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে এবং তাদের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
- বঙ্গাব্দ, ১৪ ডিসেম্বর ২০২৫ ইং, রবিবার
আরো খবর
আগারগাঁও পাসপোর্ট অফিসের ভেতরে ককটেল বিস্ফোরণ
১৩ ডিসেম্বর, ২০২৫
হাদির ওপর গুলিবর্ষণকারী যেখানেই লুকিয়ে থাকুক, খুঁজে বের করা হবে
১২ ডিসেম্বর, ২০২৫
মোহাম্মদপুরে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, গৃহকর্মী পলাতক
৮ ডিসেম্বর, ২০২৫
কৌশলগত সুপারিশ বাদ দিয়ে দুদক অধ্যাদেশ চূড়ান্ত করায় টিআইবির ক্ষোভ
২৯ নভেম্বর, ২০২৫
ডিএনসিসির প্রশাসকের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক
২৮ নভেম্বর, ২০২৫
গুলশানে বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার
২৬ নভেম্বর, ২০২৫
সম্পাদক ও প্রকাশকঃ দেলোয়ার হোসেন ফারুক
প্রকাশক কর্তৃক শাহ্ আলী টাওয়ার (৬ষ্ঠ তলা), ৩৩ কাওরান বাজার, ঢাকা-১২১৫ থেকে প্রকাশিত এবং ৫২/২ টয়েনবি সার্কুলার রোড, সুত্রাপুর, ঢাকা থেকে মুদ্রিত। ফোনঃ ০২-৮১৮০২০২।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আমাদের কাগজ (২০১২-২০২০)














