নিজস্ব প্রতিবেদক
রাজধানীর গুলশান এলাকা থেকে ৬৬৪ বোতল (৪৯৮ লিটার) বিদেশি মদসহ বিল্লাল হোসেন (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে তাকে গ্রেপ্তার করে র্যাব-১।
গ্রেপ্তার বিল্লাল হোসেন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার চালতা বুনিয়া গ্রামের বাসিন্দা। তিন বাড্ডার জোড়া খাম্বা এলাকায় বসবাস করছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার) মোহাম্মদ রাকিব হাসান।
তিনি জানান, সকাল সাড়ে ৮টার দিকে র্যাব-১ এর একটি দল তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কিছু মাদক কারবারি বিপুল পরিমাণ বিদেশি মদ নিয়ে গুলশান এলাকা হয়ে বাড্ডার দিকে যাচ্ছে। সংবাদ পেয়ে র্যাব সদস্যরা দ্রুত গুলশান এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহজনক একটি পিকআপ ভ্যান থামানোর সংকেত দিলে গাড়িতে থাকা দুই ব্যক্তি দ্রুত পালানোর চেষ্টা করেন। এসময় ধাওয়া করে বিল্লাল হোসেন নামে একজনকে আটক করে র্যাব। পরে পিকআপ ভ্যানটি তল্লাশি করে ৬৬৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
র্যাব জানায়, আটক আসামি ও উদ্ধার করা মদ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।





















