নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মোহাম্মদপুর থানার আসাদগেট এলাকায় অভিযান চালিয়ে ১৪ হাজার পিস মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (২৪ নভেম্বর) ভোরে সহকারী পরিচালক ড. মো. আবু সাঈদ মিয়ার তত্ত্বাবধানে এবং পরিদর্শক জাকির হোসেনের নেতৃত্বে বিশেষ এই অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. পারভেজ মোশারফ (২৩) ও মো. মেজবাহ উদ্দিন (২১)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো কার্যালয় উত্তরের উপ-পরিচালক শামীম আহমেদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসে করে ঢাকার গাবতলীর দিকে আসছে। এ সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৫টার দিকে আসাদগেট ট্রাফিক পুলিশ বক্সের সামনে অবস্থান নেয় রেইডিং টিম।
তিনি আরও জানান, কিছুক্ষণ পর গাবতলী অভিমুখী সৌদিয়া বাসটিকে সিগন্যাল দিয়ে থামানো হয়। পরে বাসের B-3 এবং B-4 সিটে বসা দুই ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে তল্লাশি চালানো হয়। এ সময় ১৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং দুজনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, তারা দীর্ঘদিন ধরে ইয়াবা পাচার ও সরবরাহে জড়িত। তারা কক্সবাজার থেকে ইয়াবা এনে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করতেন। গ্রেপ্তারকৃত পারভেজ মোশারফ কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার মৃত রহমত আলী ছেলে এবং মেজবাহ উদ্দিন একই উপজেলার সৈয়দ নুরের ছেলে।
উপ-পরিচালক আরও জানান, গ্রেপ্তারকৃত বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পরিদর্শক জাকির হোসেন বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এলাকায় মাদকের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।





















