অপরাধ ও দুর্নীতি ৩০ অক্টোবর, ২০১৯ ১২:২৯

উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্বামী-স্ত্রী সন্তানকে বেঁধে নির্যাতন

ডেস্ক রিপোর্ট।।

রাজশাহীতে উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্বামী-স্ত্রীর ওপর নির্মম নির্যাতন চালিয়েছে বখাটেরা। ঘরের খুঁটির সঙ্গে বেঁধে দুই সন্তানের জননীকে মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে এলাকাবাসী। পুলিশ এ ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে।

রাজশাহীর বাগমারা উপজেলার কোনাবাড়ীয়া গ্রামে ওই নারীর স্বামী কাজের জন্য বাইরে থাকেন। দুই সন্তান নিয়ে নিজ বাড়িতে থাকতেন তিনি। ওই গৃহবধূর অভিযোগ, স্বামীর অনুপস্থিতির সুযোগে দীর্ঘদিন ধরে আপত্তিকর প্রস্তাব দিয়ে আসছিল প্রতিবেশী সেকান্দার, জেকের সরদার ও বাবুলসহ আরও কয়েকজন। এ নিয়ে তাদের বাড়িতে অভিযোগও জানান স্বামী-স্ত্রী।

অভিযোগের বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হয়ে সোমবার (২৮ অক্টোবর) বাড়িতে হামলা চালায় বখাটেরা। এ সময় স্বামী-স্ত্রীকে বেধড়ক পেটায় তারা। এমনকি তাদের দুই সন্তানকেও মারধর করা হয় বলে অভিযোগ তাদের।

নির্যাতিতা গৃহবধূ বলেন, আমার স্বামীকে আটকে রেখে মেরেছে। আমাকে বেঁধে ঝুলিয়ে মেরেছে।

গৃহবধূর স্বামী বলেন, ওরা সব একত্র হয়ে আমাকে ঘরে তুলে কয়েকজন গেট লাগিয়ে রড, লাঠি দিয়ে আঘাত করেছে।

এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।