অপরাধ ও দুর্নীতি ২৬ অক্টোবর, ২০১৯ ০৩:২৬

ধানক্ষেত থেকে নারীর গলাকাটা লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট ।।

মানিকগঞ্জের সিংগাইরে হাসিনা বেগম (৫০) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৬ অক্টোবর) সকালে বাড়ির পাশে একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হাসিনা বেগম উপজেলার বলধরা ইউনিয়নের খোয়ামুড়ি গ্রামের আব্দুর রহমানের স্ত্রী।

নিহতের স্বামী আব্দুর রহমান তাদের জানান, শুক্রবার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে তিনি বাড়ি ফিরে দেখেন ঘরের দরজা খোলা। স্ত্রী ভেতরে নেই। এ সময় পাশের ঘরে তাদের প্রবাসী ছেলের স্ত্রী ঘুমিয়ে ছিলেন। তিনিও কিছু জানাতে পারেননি। খোঁজাখুঁজির সময় বাড়ির পূর্বপাশে হাসিনা বেগমের পায়ের একটি স্যান্ডেল পড়ে থাকতে দেখেন স্বজনরা। এরই সূত্র ধরে প্রায় আধা কিলোমিটার দূরে একটি ধানক্ষেতে গলাকাটা অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

সিংগাইর থানা পুলিশের ওসি (তদন্ত) নজরুল ইসলাম বলেন, ব্যাপক তদন্ত ছাড়া এই হত্যাকাণ্ডের মোটিভ বলা সম্ভব হচ্ছে না। হত্যাকাণ্ডের পেছনে পূর্বশত্রুতার জের কিংবা অন্য কোনো কারণ আছে কি-না খতিয়ে দেখা হবে। এ ঘটনায় সিংগাইর থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।