ডেস্ক রিপোর্ট।।
সুনামগঞ্জের জগন্নাথপুরের পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২ জন। শুক্রবার সন্ধ্যায় জগন্নাথপুরের রাণীগঞ্জ ইউনিয়নের আলমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু সাব্বির মিয়া নবীগঞ্জের কামারগাও নগরকান্দি গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে। সে উপজেলার আলমপুর গ্রামের একটি মাদ্রাসার ৩য় শ্রেণির ছাত্র। এ ঘটনায় আহতরা হলেন- আলমপুর গ্রামের আকরব আলী ও মুজাম্মেল হোসেন।
তাদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছে, রাণীগঞ্জ ইউনিয়নের আলমপুর গ্রামের মজনু ও ইজাজুলের মধ্যে পূর্ব বিরোধ ছিল। এ নিয়ে বিকেলে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
হট্টগোল শুনে সাব্বির সেখানে যায়। তখন দুইপক্ষের সংঘর্ষের মধ্যে সে পড়ে আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়।






















