ডেস্ক রিপোর্ট।।
ঘুষ নেয়ার প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিক ভূমি কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ দিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোকলেস আলীকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন জেলা প্রশাসক।
১৭ অক্টোবর, বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার ধুলিহর ইউনিয়নে এমন ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যক্তি জানান, ওই দিন দুপুরে বাবাকে সঙ্গে ইউনিয়ন ভূমি অফিসে জমির মিউটেশন (নামজারি) করতে যান। এজন্য সরকার নির্ধারিত ফি এক হাজার ১৭০ টাকা হলেও তাদের কাছে পাঁচ হাজার টাকা ঘুষ দাবি করা হয়। এক টাকা কম হলেও কাজ হবে না বলে তাদের জানিয়ে দেন অভিযুক্ত ভূমি কর্মকর্তা। এরপর বিষয়টি ফোনের মাধ্যমে সাতক্ষীরা জেলা প্রশাসক জানান তিনি।
তিনি আরো জানান, জেলা প্রশাসক মুঠোফোনেই তার ‘বড়ভাই’ পরিচয়ে ওই কর্মকর্তার সঙ্গে কথা বলিয়ে দেয়ার জন্য বলেন। ডিসির পরামর্শ অনুযায়ী ওই ব্যক্তি ঘুষ দাবি করা ভূমি কর্মকর্তা মোকলেস আলীকে মুঠোফোনটি দেন।
এ সময় ‘বড়ভাই’ পরিচয় দেয়া জেলা প্রশাসক বলেন, ‘ভাই চার হাজার টাকা নেন, আমরা গরীব মানুষ কাজটা করে দেন।’ এর জবাবে ওই ভূমি কর্মকর্তা, ‘ঠিক আছে দেখবো’ বলে আশ্বস্ত করেন।
এ ঘটনার কিছুক্ষণ পরেই ডিসির নির্দেশে ঘটনাস্থলে যান সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান। অভিযোগের সত্যতা এবং ভূমি অফিসে সেবা নিতে আসা একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে মোকলেসের নিয়মিত ঘুষ নেয়ার বিষয়ে নিশ্চিত হওয়ার পর অভিযুক্ত ভূমি কর্মকর্তা মোকলেস আলীকে সাময়িক বরখাস্তের আদেশ দেন জেলা প্রশাসক।
উল্লেখ্য, এর আগে ১৩ অক্টোবর, রবিবার সাতক্ষীরা রাজস্ব প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের শপথ বাক্য পাঠ করিয়ে জেলা প্রশাসনকে ‘দুর্নীতিমুক্ত’ ঘোষণা করেছিলেন জেলা প্রশাসক।






















