অপরাধ ও দুর্নীতি ১৬ অক্টোবর, ২০১৯ ০২:৫৪

এমপি শামসুল-শাওনের অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

ডেস্ক রিপোর্ট।। 

চলমান শুদ্ধি অভিযানে তৎপর দুর্নীতি দমন কমিশনও। এরই মধ্যে ভোলার (লালমোহন-তজুমদ্দিন) এমপি নুরুন্নবী চৌধুরী শাওন ও চট্টগ্রামের (পটিয়ার) এমপি সামশুল হক চৌধুরীর অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুদক। এ দুজনসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের ৪৬ নেতা-কর্মীর তালিকা ধরে অনুসন্ধান চলছে। মঙ্গলবার সকালে দুদক কার্যালয়ে কমিশনের সচিব জানান, অনুসন্ধানে অবৈধ সম্পদের প্রমাণ মিললেই কেবল অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যাবে।

শুদ্ধি অভিযান শুরুর পর প্রায় প্রতিদিন গণমাধ্যমে আসছে সরকার-দলীয় নেতা-কর্মীদের নানা অপকর্মের তথ্য। সে অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

সরকারের অন্য সংস্থাগুলোর মতো মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশনও। প্রাথমিকভাবে ৪৬ নেতা-কর্মীর অবৈধ সম্পদের অনুসন্ধান করছে সংস্থাটি; যার মধ্যে আছেন ভোলার সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন ও চট্টগ্রামের পটিয়ার সামশুল হক চৌধুরী। তবে প্রতিদিনই আসছে অভিযোগ, বাড়ছে অভিযুক্তদের তালিকাও।

এদিকে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির ঘটনায় প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুকে আইনের আওতায় না আনায় সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপসের সমালোচনা যৌক্তিক নয় বলেও জানান দুদকের সচিব।

বর্তমানে বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারি নিয়ে ৫৬টি মামলার তদন্ত চলছে। তবে এখনো বাচ্চুর বিরুদ্ধে কোনো অভিযোগের প্রমাণ মেলেনি বলে জানান দুদকের সচিব।