অপরাধ ও দুর্নীতি ২৮ সেপ্টেম্বর, ২০১৯ ০৯:১৭

এবার জুয়ার আসর থেকে আটক চেয়ারম্যান ও অধ্যক্ষ

ডেস্ক রিপোর্ট।।

জয়পুরহাটের পাঁচবিবি বীরনগর মহিষমুদ্দিন স্কুলসংলগ্ন বাবু চৌধুরীর মুরগির ফার্মে বসানো জুয়ার আসরে অভিযান চালিয়েছে পুলিশ।

এ সময় সাবেক বালিঘাটা ইউপি চেয়ারম্যান ও উপজেলার সড়াইল কলেজের অধ্যক্ষসহ পাঁচ জুয়াড়িকে শুক্রবার আটক করা হয়।

আটককৃতরা হলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাবেক বালিঘাটা ইউপি চেয়ারম্যান আবু তালেব চৌধুরী বাবু, সড়াইল কলেজের অধ্যক্ষ রুবাইয়াত হোদা চৌধুরী, আ. হাকিম, বাবুল হোসেন ও আব্দুস সোবাহান মুহরী।

এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনছুর রহমান একটি অনলাইন নিউজ পোর্টালকে জানান, খাওয়াদাওয়ার আয়োজন করে আটককৃতরা তাস খেলছিল। স্থানীয়রা আমাকে ফোন করে বিষয়টি জানালে আমি সেখানে ফোর্স পাঠাই। পরে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে থানায় আনা হয়। তাদের ভ্রাম্যমাণ আদালতে দেওয়া হবে।