অপরাধ ও দুর্নীতি ২৬ সেপ্টেম্বর, ২০১৯ ০৩:০৪

ফুওয়াং ক্লাবে রাতভর র‍্যাবের অভিযান

ডেস্ক রিপোর্ট।। 

রাজধানীর তেজগাঁওয়ের ফুওয়াং ক্লাবে পুলিশের পর অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

বুধবার (২৫ সেপ্টেম্বর) মধ্যরাতে ক্লাবে প্রবেশ করেন র‍্যাব-১ এর সদস্যরা। র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযানের পর বিপুল মদ ও বিয়ার পাওয়ার কথা জানিয়েছে র‍্যাব। তবে অনুমোদন অনুযায়ী মাদকের পরিমাণ যাচাইয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে ডাকা হয়েছে।

র‍্যাব জানায়, সকাল সাড়ে নয়টার দিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা আসবেন। তারা অনুনোমদিত মাদকের বিষয়টি পরীক্ষা করে জানাবেন। তারপর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে, সোমবার বিকেল ৫টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ক্লাবটিতে অভিযান চালায় পুলিশ। সেসময় সেখানে  ক্যাসিনো কিংবা কোনও অনিয়ম পায়নি বলে জানান পুলিশ।